Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নো মাস্ক নো সার্ভিস। করোনা ভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd নিজে সুস্থ থাকুন-অন্যকে সুস্থ রাখুক।


রাধানগর ইউনিয়নের ইতিহাস

পটভূমিঃ

ঘোপালঃ ফেণীনদী ও মহুরী নদীর মধ্যবর্তীতে  গডে উঠা এলাকা ফেনী জেলা, ছাগলনাইয়া উপজেলারঅন্তর্গত  ১০ নং ঘোপাল ইউনিয়ন গঠিত হয় ।   ১০ নং ঘোপাল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা, শিল্প নগরী, ক্রীডা  সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা  সমুজ্জ্বল। ঘোপাল ইউনিয়নে ৫ টি মৌজা কে ৫ টি গ্রামে বিভক্ত করে ৯ টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে । 

 

নামকরণঃ ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে  ফেনী জেলার  অধীনে বর্তমান ছাগলনাইয়া উপজেলা সংলগ্নে ঘোপাল  ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলাহত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়।    ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য : আবদুল গনি চৌধুরী প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।তা রপর পর্যায়ক্রমে আবদুল গনি চৌধুরী,ফপচিয়ুল আলম চৌধুরী্‌ , আবদুসছোবান,  ছেরাজুলহকচৌধুরী্‌ , ওহিদুরনবীচৌধুরী,আলীনেওয়াজচৌধুরী, সোলতানআহম্মদচৌধুরী,মোহাম্মদকোম্পানী,খুরশীদআলম,কামালউদ্দি্‌ন,নুরুননবীচৌধুরী,নিজামুলহকচৌধুরী,আজিজুলহকদু’ দু’বারনির্বাচিত( ০৬-০২-২০০৩– চলমান) অত্রইউনিয়নেরচেয়ারম্যানহিসেবেদায়িত্বপালনকরছেন।       

ঘোপাল  ইউনিয়নেরনামনিয়েদুটিজনশ্রুতিরয়েছে, পুর্বেঘোপাল  ইউনিয়নএরঅধিকাংশগ্রামেইহিন্দুদেরআধিপত্যছিল। তখন পাল রাজাদের বসতি ছিল অত্র উনিয়নে। রাজা গোপাল  ঘোপাল  গ্রামেরধর্নাঢ্যব্যক্তিদেরমধ্যেঅন্যতম।তারাই নাম অনুসারে অত্র  ইউনিয়ননামেরপ্রস্তাব করেন এবং পরবর্তীতে তার নাম অনুসারে ঘোপাল ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে ধারনা করা হয় ।বর্তমানে   জনাবআজিজুল  হক  অত্রইউনিয়নেরচেয়ারম্যানহিসেবে  দায়িত্বপালনকরছেন।

 

আয়তন ও অবস্থানঃ

এ ইউনিয়নের আয়তন ১১ বর্গ কিঃ মিঃ । ভৌগলিক অবস্থান অনুসারে এ ইউনিয়নের উত্তরে শুভপুর ইউনিয়ন।দক্ষিনে ফেনী নদী, পূর্বে- ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে- ফেনী সদর।